Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিকল ছিঁড়ে লোকালয়ে সার্কাসের হাতি, ‘সঙ্গীর খোঁজে’ তাণ্ডব

ডি‌স্ট্রিক করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৬ | আপডেট: ১ মার্চ ২০২২ ০০:১৪

লালম‌নিরহাট: লালমনিরহাটে ‘দি লায়ন সার্কাসে’র একটি পুরুষ হাতি শিকল ছিঁড়ে লোকালয়ে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে। পুরুষ হাতিটি তাণ্ডব চালিয়ে দোকানপাট ও গাছপালা ভেঙে ফেলে। ধারণা করা হচ্ছে, নারী সঙ্গীর খোঁজে হাতিটি উন্মত্ত হয়ে উঠেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিকট গর্জন করে শিকল ছিঁড়ে বের হয়ে এসে হাতিটি এমন তাণ্ডব চালায়। হাতির মাহুতসহ সার্কাস দলের সদস্যরা হাতিটিকে শান্ত করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরাও হাতির ধারেকাছে যেতে পারছেন না।

বিজ্ঞাপন

হাতির মাহুত মো. মজিবর বলেন, ‘হাতিটি পুরুষ হওয়ায় নারী সঙ্গীর খোঁজে এমন বেপরোয়া হয়ে গেছে। আমরা হাতিটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। চেতনানাশক ইনজেকশন পুশ করলে হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে। ইতিমধ্যে রংপুর বিভাগীয় বন কার্যালয়ে খবর দেওয়া হয়েছে, তারা আসছে।’

হাতিটির আরেক মাহুত মাসুম জানায়, যেহেতু হাতিটি পুরুষ, তাই হরমনজনিত কারণে এমন হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে পানিতে কিছুক্ষণ ডুবে থাকলে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাই হাতিটি পুকুরে নামিয়ে দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাতিটি পুকুরেই রয়েছে।

মেলার পাশেই ভ্রাম্যমাণ পানের দোকানদার রহিম মিয়া বলেন, ‘আমি দোকান করছিলাম। এমন সময় হঠাৎ হাতিটি শিকল ছিড়ে তেড়ে আসে এবং আমার দোকানটি দুমড়ে-মুচড়ে ফেলে দেয়। এতে আমার দোকানের যাবতীয় মালামাল নষ্ট হয়ে যায়।’

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্য আতঙ্ক বিরাজ করে। হাতিটি যেদিকেই যাচ্ছিল লোকজন ছোটাছুটি করছিল। এসময় একজন আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

স্টোরপাড়া এলাকর নবিয়ার রুহান জানান, হাতিটি শিকল ছিঁড়ে ফেলার পর আশপাশের গাছপালা সব উপড়ে ফেলে। এসময় নির্মাণাধীন রেলওয়ের প্রাচীর ওয়ালের স্তম্ভ ভেঙে ফেলে। হাতিটি রেলওয়ে স্টেশন হয়ে এক কিলোমিটার দূরে গিয়ে রেলের একটি পুকুরে নেমে শান্ত হয়। এখন পর্যন্ত হাতিটি সেখানেই অব্স্থান করছে।’

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘হাতিটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত হাতিটি কোনো মানুষকে আক্রমণ করেনি বা কারও ক্ষতি হয়নি। হাতিটি বর্তমানে পুকুরে নেমে আছে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ তাণ্ডব লালমনিরহাট লোকালয় লোকালয়ে হাতি সার্কাসের হাতি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর