Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশিদের শেয়ার বিক্রি বন্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৯

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের পঞ্চম দিনে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশটিতে বিদেশি বিনিয়োগকারীদের যারা শেয়ার বিক্রি করে দিতে চাইছেন, সেই প্রক্রিয়া আপাতত বন্ধ থাকবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) জারি করা ওই নির্দেশনায় মস্কো এক্সচেঞ্জ, ফরেক্স এবং মুদ্রাবাজার কবে নাগাদ সচল করা হবে সে ব্যাপারে স্পষ্ট কোনো অবস্থান জানায়নি ব্যাংক অব রাশিয়া।

এদিকে, বৃহস্পতিবার থেকে ইউক্রেনে শুরু হওয়া রুশ বাহিনীর বিশেষ অভিযানের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকায় ডলার বিপরীতে রুবলের দাম ইতিহাসে সর্বনিম্ন হয়েছে। মুদ্রামান পড়ে যাওয়ার ফলেই বিদেশিদের শেয়ার বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মস্কো, এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউক্রেনকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে উল্লেখ করে দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, সম্ভাব্য সব দিক থেকে গোলাবর্ষণ করেছে রাশিয়া।

এদিন দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখল করে নেওয়ার দাবি করে রাশিয়া। পরে ইউক্রেনের আঞ্চলিক এক গভর্নর দাবি করেন, ইউক্রেনের সেনারা রুশদের কবল থেকে শহরটি পুনর্দখল করেছে।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর