Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরমাণু অস্ত্র সমৃদ্ধ হবে বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪২ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১২:৫৩

সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এবং বর্তমানে ক্রেমলিনের ঘনিষ্ট মিত্র হিসেবে পরিচিত বেলারুশে রোববার এক গণভোট অনুষ্ঠিত হয়েছে। তা থেকে, সংবিধান সংশোধনের মাধ্যমে পরমাণু অস্ত্র সমৃদ্ধকরনের পক্ষে মত দিয়েছেন নাগরিকরা।

এর মধ্য দিয়ে, স্বাধীনতা পাওয়ার ২২ বছরের মাথায় পরমাণু অস্ত্রধারীদের কাতারে ওঠার প্রক্রিয়া শুরু করল বেলারুশ।

এমন এক সময়ে এ সিদ্ধান্তের কথা জানা গেল যখন ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মুখে বেলারুশকে একটি নিরপেক্ষ ভেন্যু হিসেবে ধরে দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্র তৈরি হচ্ছে।

যদিও, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো সেখানে পুতিনের সহায়তায় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছেন বলে অভিযোগ রয়েছে।

গণভোটে পরমাণু অস্ত্র তৈরি ছাড়াও ২০৩৫ সাল পর্যন্ত লুকাশেঙ্কোর ক্ষমতার মেয়াদ নিশ্চিত করা হয়েছে। ১৯৯৪ সাল থেকে তিনি বেলারুশের রাষ্ট্রক্ষমতায় রয়েছেন।

রোববার ভোটকেন্দ্রে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লুকাশেঙ্কো বলেছেন, যদি ইউরোপ পোল্যান্ড বা লিথুয়ানিয়ায় পরমাণু অস্ত্র পাঠায়; তিনিও বসে থাকবেন না, পুতিনের কাছ থেকে সহায়তা নিয়ে এর শক্ত জবাব দেবেন।

সারাবাংলা/একেএম

আলেক্সান্ডার লুকাশেঙ্কো ইউক্রেন টপ নিউজ বেলারুশ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর