Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চম দিনকে গুরুত্বপূর্ণ বলছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:২১ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৬

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের চতুর্থ দিন শেষে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের পরবর্তী ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথা বলেন।

এর আগে, রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউক্রেনকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে উল্লেখ করে দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, সম্ভাব্য সব দিক থেকে গোলাবর্ষণ করেছে রাশিয়া।

বিজ্ঞাপন

এদিকে, সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউক্রেন পরিস্থিতি পর্যালোচনা করতে ১৯৩ সদস্য দেশকে নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছে জাতিসংঘ। রুশ আগ্রাসনের মুখে ৩০ পশ্চিমা দেশের পর এবার ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

একইসঙ্গে, ইউরোপের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং রুশ সংবাদমাধ্যমগুলোকেও অবাঞ্চিত ঘোষণা করেছে ইইউ।

রোববার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখল করে নেওয়ার দাবি করে রাশিয়া। পরে ইউক্রেনের আঞ্চলিক এক গভর্নর দাবি করেন, ইউক্রেনের সেনারা রুশদের কবল থেকে শহরটি পুনর্দখল করেছে।

ইউক্রেনের সামরিক কমান্ডার ওলেগ সিনেগুবভ জানান, খারকিভ থেকে বেশ কয়েকজন রুশ সেনাদের বন্দি করা হয়েছে। বন্দিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি। বিশয়টি পরে নিশ্চিত করেছে মস্কো।

বৃহস্পতিবার বিশেষ অভিযান শুরুর পর থেকে ইউক্রেনে রুশ সেনারা ব্যাপক সাফল্য পেয়েছে জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা ইউক্রেনে এক হাজারেরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ জেলেনস্কি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর