Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নতুন ইসি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ২১:০৯

বরিশাল: নবনিযুক্ত নির্বাচন কমিশনও আগের নির্বাচন কমিশনগুলোর মতোই ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, ‘নবগঠিত নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে দেশবাসী মনে করে না। জনগণের মতামতের তোয়াক্কা না করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেদের খেয়াল খুশি অনুযায়ী যে নির্বাচন কমিশন গঠন করেছে, তারা অতীতের কমিশনের মতোই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে।’

বিজ্ঞাপন

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চরমোনাইয়ে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা বারবার রাষ্ট্রপতির সংলাপে গিয়ে সময় নষ্ট করেছি। কিন্তু তাতে জনগণের কোনো কল্যাণ হয়নি। স্বাধীনতার ৫০ বছরেও ভোটের অধিকার প্রতিষ্ঠা পায়নি, দুর্নীতি বন্ধ হয়নি।’

তিনি বলেন, ‘ক্ষমতার রাজনীতির সিঁড়ি হিসেবে স্বার্থান্বেষীরা এক সময় ছাত্রসমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদের বিপথগামী করত। আর এখন আইনি বৈধতার মাধ্যমে হাতে মাদক তুলে দিয়ে তাদের ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করছে। প্রস্তাবিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়িত হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপজ্জনকভাবে ভেঙে পড়বে।’

‘এ অবস্থায় চরিত্র গঠন ও বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্রে পরিণত করতে ছাত্রসমাজ ইসলামী ছাত্র আন্দোলনের প্রতি আস্থা রাখতে পারে। কেননা, এ সংগঠন শুদ্ধির জন্য নিজেদেরকে যোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিণত করার কর্মসূচি পালন করে থাকে,’— বলেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

বিজ্ঞাপন

সংগঠনের সভাপতি নূরুল করীম আকরামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমীনের পরিচালনায় আয়োজিত ছাত্র সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি শরিফুল ইসলাম রিয়াদসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর

ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন ইসি মুফতি রেজাউল করিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর