অ্যাকসেসরিজের কার্টনে মিলল ৮ কোটি টাকার সোনা
স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৫
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৫
ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা গার্মেন্টস অ্যাকসেসরিজের কার্টন থেকে ৯৬টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। সোনার বারগুলোর ওজন প্রায় ১১ কেজি। এর বাজারমূল্য প্রায় আট কোটি টাকা।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শুল্ক গোয়েন্দার একাধিক সূত্র সারাবাংলাকে সোনার এই চালান জব্দের তথ্য নিশ্চিত করেছে।
শুল্ক গোয়েন্দা জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকায় চীন থেকে আসা গার্মেন্টস অ্যাকসেসরিজ মালামাল খালাসের প্রক্রিয়া চলছিল। এ সময় একটি কার্টনের দুইটি প্যাকেটে অবৈধভাবে আমদানি করা ৯৬টি সোনার বার পাওয়া যায়।
শুল্ক গোয়েন্দা আরও জানিয়েছে, প্রায় ১১ কেজি ওজনের এই সোনার বারগুলোর বাজারমূল্য আনুমানিক আট কোটি টাকা। জব্দ করা সোনাগুলো নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসজে/টিআর