করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়লেও কমেছে শনাক্তের হার
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৯
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। তবে কমেছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন নয় জন। আগের দিন এই সংখ্যা ছিল আট।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৬৪ জনের শরীরে। আগের দিন ৭৫৯ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৪ দশমিক ০১ শতাংশ। আগের দিন হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।
রোববার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৮টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৬১টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫০৮টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের নমুনাসহ এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৪৩টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ৭৩৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৪৯ হাজার ৬০৮টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪৪ লাখ ২৭ হাজার ১২৬টি।
২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে
আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা যান আট জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৯ হাজার ৩৩ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
তিন বিভাগে মৃত্যু
গত ২৪ ঘণ্টায় যে নয় জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের ঢাকা বিভাগের পাঁচ জন, রাজশাহীর তিন জন এবং খুলনার এক জন। দেশের বাকি পাঁচ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে কেউ মারা যায়নি।
বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ৬১ থেকে ৭০ বয়সীদের মধ্যে সর্বোচ্চ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১১ থেকে ২০, ৪১ থেকে ৫০, ৭১ থেকে ৮০ এবং ৯১ থেকে ১০০ বছর বয়সীদের এক জন করে মারা গেছেন।
সারাবাংলা/পিটিএম