‘জনগণের ট্যাক্সের টাকায় আমরা চিকিৎসক হয়েছি তাদের সেবা দিতে’
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৫
ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেছেন, ৪২তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের জাতির জন্য অনেক কিছু করার আছে। আমরা জনগণের টাকায়, তাদের ট্যাক্সের টাকায় চিকিৎসক হয়েছি। নামমাত্র মূল্যে আমরা চিকিৎসক হয়েছি। তাদের সেবা দিয়ে যাওয়া আমাদের দায়িত্ব, আর তাই সেটা করে যেতে হবে নিরলসভাবে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক।
অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, দেশের ইতিহাসে এতো সংখ্যক নিয়োগ আর কখনও হয়নি। নিম্নবিত্ত থেকে শুরু করে অনেক দরিদ্র মানুষের ঘামে ভেজা উপার্জন আমাদের পেছনে রয়েছে।
তিনি বলেন, চিকিৎসক হিসেবে একেকজন একেকটি প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য বিভাগের একেকজন এম্বাসেডর হিসেবে কাজ করবেন।এমনভাবে জনগণকে সেবা দিতে হবে, যেন চিকিৎসার পর কোনো রোগীর মৃত্যু হলেও যেন রোগীর স্বজনরা চিকিৎসকের প্রশংসা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, আমাদের দেশেও ভ্যাকসিন উৎপাদন হবে। আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি এবং গরীব দেশকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ অন্যান্যরা।
সারাবাংলা/এসবি/এসএসএ