Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের সাধারণ নাগরিকদের রণকৌশল জানাল সামরিক বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩৩

রুশ বাহিনী প্রতিরোধে ইউক্রেনের সাধারণ মানুষও যুদ্ধে যোগ দিয়েছেন। তাদের যুদ্ধ কৌশল বাতলে দিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ইউক্রেনের সাধারণ মানুষদের উদ্দেশে এক বার্তায় সামরিক বাহিনী বলেছে, আপনার হাতে অস্ত্র বা বিস্ফোরক থাকুক বা না থাকুক, আপনিও যুদ্ধে অবদান রাখতে পারেন।

সামরিক বাহিনীর নির্দেশনায় বলা হয়, রাস্তায় পথ নির্দেশক চিহ্ন ভেঙে ফেলুন, যাতে রুশ সেনারা পথ হারায়। গাছ কেটে রাস্তায় ফেলুন, যাতে রুশ বাহিনীর চলাচলে অসুবিধা সৃষ্টি হয়। এতে তাদের গতিও কমে আসবে। বাড়িতে তৈরি আগ্নেয়াস্ত্র সক্রিয়ভাবে ব্যবহার করুন। প্রধান প্রধান পরিবহন হাবগুলো ধ্বংস করে দিন। রাতে সন্ধ্যায় আরও সক্রিয় হয়ে উঠুন- যাতে রুশ সেনারা দেখতে না পারে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার শুরু হওয়া যুদ্ধ চতুর্থ দিনে গড়িয়েছে। যুদ্ধের দ্বিতীয় দিন থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নিতে অবিরাম মিসাইল বর্ষণ করছে রাশিয়া। রাজধানী জুড়ে অসংখ্য মিসাইলের আঘাতের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। বেশ কয়েকটি বহুতল ভবনে আঘাত হেনেছে এসব রুশ মিসাইল। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তার প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না।

এদিকে, চতুর্থ দিনে এসে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা। উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটির রাস্তায় রুশ সেনাবাহিনীর যান চলাচল করছে এমন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর