খারকিভে ঢুকে পড়েছে রুশ বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০০
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৩:০০
ইউক্রেনে চলমান আগ্রাসনের চতুর্থ দিনে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকে পড়েছে রুশ সেনারা। উত্তর-পূর্বাঞ্চলীয় শহরটির রাস্তায় রুশ সেনাবাহিনীর যান চলাচল করছে এমন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) খারকিভের প্রশাসনিক প্রধান ওলেগ সিনেগুবভ এক বিবৃতিতে বলেন, রুশ সাঁজোয়া যান খারকিভ শহরে ঢুকে পড়েছে।
Russian forces pushing into Kharkiv pic.twitter.com/XxV2ah7SQZ
— OSINTtechnical (@Osinttechnical) February 27, 2022
অধিবাসীদের সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইউক্রেনের সেনাবাহিনী অচিরেই এর উচিত জবাব দেবে।
সারাবাংলা/একেএম