Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাভারে শিশু ও কিশোরীসহ তিনজন নিখোঁজ

লোকাল করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১২:৩১

ছবি: সারাবাংলা

সাভার (ঢাকা): জেলার সাভারে শিশু ও কিশোরীসহ তিনজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় নিখোঁজের পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানান নিখোঁজদের স্বজনেরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানায়, সাভারের বিরুলিয়ার খাগান এলাকা থেকে ২২ ফেব্রুয়ারি সাকিন নামের এক শিশু নিখোঁজ হয়েছেন। অপরদিকে একই ইউনিয়নের সামাইর এলাকা থেকে গত ১৩ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছেন। এদিকে গত ২৫ ফেব্রুয়ারি সকালে সাভারের ইমান্দিপুর এলাকা থেকে নজরুল ইসলাম নামের চল্লিশ বছর বয়সী এক এনজিও কর্মী নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর তিনজনের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে।

আরও জানা গেছে, এ ঘটনায় রাতে নিখোঁজ তিনজনের পরিবার সাভার মডেল থানায় পৃথক ৩টি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ তিন জনের এখনো সন্ধান না পাওয়ায় তাদের পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, নিখোঁজদের উদ্ধারে তারা কাজ করে যাচ্ছেন।

সারাবাংলা/এনএস

শিশু ও কিশোরী নিখোঁজ সাভার

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর