Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন যুদ্ধে ৪০ লাখ বাস্তুচ্যুতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২ ১১:৫৫ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৬

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের তৃতীয় দিন পর্যন্ত দেশটির অন্তত দেড় লাখ মানুষ পোল্যান্ড, মলডোভা, হাঙ্গেরি, রোমানিয়া, স্লোভাকিয়া এবং বেলারুশসহ ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক এজেন্সি ইউএনএইচসিআর। এ যাত্রায় ইউক্রেনের অন্তত ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে মনে করছে সংস্থাটি।

শরণার্থীদের অনেকেই মাইলের পর মাইল হেঁটে, ট্রেন, গাড়ি, বাসে চড়ে সীমান্ত পাড়ি দিয়েছেন। সীমান্ত এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন দেখা গেছে। তারা সবাই নিরাপত্তার খোঁজে দেশ ছাড়তে চাইছেন।

বিজ্ঞাপন

এদিকে, ইউক্রেনের ১৮-৬০ বছর বয়সী পুরুষদের যুদ্ধে অংশ নেওয়া বাধ্যতামূলক ঘোষণা করায় শরণার্থীদের দলে নারী, শিশু এবং বৃদ্ধদের সংখ্যা বেশি বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

এ ব্যাপারে ইউএনএইচসিআরের মুখপাত্র ইউরো নিউজকে জানিয়েছেন, প্রতি মুহুর্তেই পরিস্থিতি বদলে যাচ্ছে আর বাড়ছে শরণার্থীর সংখ্যা। দেড় লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে, দেশের মধ্যেই আরও এক লাখ লোক পালিয়ে বেড়াচ্ছে বলে জানান তিনি।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ বাস্তুচ্যুতি শরণার্থী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর