রুশ হামলায় নিহত বেড়ে ১৯৮: ইউক্রেন
২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৪৮
ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত ৬৪ জন নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আর আহত হয়েছে অন্তত ২৪০ জন। তবে প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেক তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ হামলায় শিশুসহ ১৯৮ নাগরিক নিহত হওয়ার দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো। খবর আলজাজিরা ও এনডিটিভি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) থেকে প্রাপ্ত তথ্যটি প্রকাশ করেছে সংস্থাটির মানবাধিকার অফিস। এই সংস্থাটির যুদ্ধক্ষেত্র থেকে সংঘাতের ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য সংগ্রহ করার নিজেস্ব কঠোর পদ্ধতি রয়েছে।
আরও পড়ুন: সেনাদের ইউক্রেনে আক্রমণের তীব্রতা বাড়ানোর নির্দেশ দিয়েছে মস্কো
ওসিএইচএ আর জানিয়েছে, বেসামরিক অবকাঠামোর ক্ষতি হওয়ায় লক্ষাধিক মানুষ বিদ্যুৎ বা পানি ব্যবহার করতে পারছে না। যা উত্তর, পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনে ‘মানবিক পরিস্থিতির’ সৃষ্টি করেছে।
এদিকে গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো বলেন, সংঘর্ষে তিন শিশুসহ ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ১১৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: ৩৫০০ রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের
সারাবাংলা/এনএস