রুশ সেনাদের জন্য হটলাইন পরিষেবা চালু করছে ইউক্রেন
২৭ ফেব্রুয়ারি ২০২২ ০১:৪২ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০১:৪৫
যুদ্ধরত রুশ সেনাদের জন্য হটলাইন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইউক্রেন থেকে জীবিত ফিরে এসো’ নামে এ বিশেষ হটলাইন পরিষেবা রুশ সেনাদের পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন। টিআরটি ওয়ার্ল্ডের খবর।
ইউক্রেন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন গেরাশ্চেঙ্কো বলেন, ‘এ হটলাইন পরিষেবার মাধ্যমে রাশিয়ায় দখলদার সেনাদের সঙ্গে তাদের মা, বাবা, স্ত্রী, দাদা-দাদিদের যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘এই ফোন লাইনে আপনি জানতে পারবেন যে, ইউক্রেনে যুদ্ধ করতে আসা আপনার আত্মীয়রা এখনও বেঁচে আছেন কি না বা তিনি বন্দী অথবা আহত হয়েছেন কি না। এছাড়া আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, কখন এবং কিভাবে আপনার মৃত আত্মীয়ের লাশ ফিরিয়ে নেবেন।’
গেরাশ্চেঙ্কো রুশ নাগরিকদের উদ্দেশ্য করে আরও বলেন, ‘যদি আপনার প্রিয়জন আমাদের দেশে বন্দিদশায় থাকেন, তবে আপনি তার জন্য একটি ছোট বার্তাও রাখতে পারেন।’
এর আগে কয়েক হাজার রুশ সেনার মৃতদেহ সরিয়ে নিতে আন্তর্জাতিক রেড ক্রসকে আহ্বান জানায় ইউক্রেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এক টেলিভিশন ভাষণে রুশ সেনাদের মরদেহ রাশিয়ায় ফেরত পাঠানো একটি মানবিক দাবি উল্লেখ করে রেড ক্রসকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
ইউক্রেন সরকার দাবি করছে, যুদ্ধ করতে এসে এ পর্যন্ত রাশিয়ার সাড়ে তিন হাজারের বেশি সেনার মৃত্যু হয়েছে। তবে রাশিয়া এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো সংখ্যা প্রকাশ করেনি।
আরও পড়ুন
- কিয়েভে ক্ষেপণাস্ত্রবর্ষণ অব্যাহত
- সেনাবোঝাই রুশ বিমান ভূপাতিত, বহু মৃত্যু— দাবি ইউক্রেনের
- ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নে যুক্ত করে নেওয়ার আহ্বান
- পশ্চিমের সঙ্গে সম্পর্কের প্রয়োজন নেই: সাবেক রুশ প্রেসিডেন্ট
- রুশ সেনাদের মরদেহ উদ্ধারে রেড ক্রসের প্রতি ইউক্রেনের আহ্বান
সারাবাংলা/আইই