ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নে যুক্ত করে নেওয়ার আহ্বান
২৭ ফেব্রুয়ারি ২০২২ ০০:৩১ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৯
ইউক্রেনকে জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্ত করে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি। শনিবার এক ভিডিও বার্তায় ইইউ’র প্রতি এ আহ্বান জানান তিনি।
জেলেনস্কি বলেন, ‘আমি অকপটে বলছি যে, ইউক্রেনের জনগণ ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার অধিকার রাখে। এটি আমাদের দেশের প্রতি ইইউ’র সমর্থনের প্রধান নিদর্শন হবে।’
জেলেনস্কি জানিয়েছেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন। ইউক্রেনকে ইইউ’তে যুক্ত করা হবে কি না—এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনই গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেন জেলেনস্কি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের এমন আহ্বানের ব্যাপারে ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল টুইটারে বলেন, ‘ইউক্রেন এবং দেশটির জনগণ আমাদের পরিবার। ইউক্রেনের জন্য আরও সহযোগিতা পাঠানো হচ্ছে।’
অপর এক টুইট বার্তায় জেলেনস্কি জানান, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইউক্রেনে আরও সাহায্য পাঠাচ্ছে। ওই টুইটে জেলেনস্কি লিখেন, ‘ইউক্রেন অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবে।’
আরও পড়ুন
- সেনাবোঝাই রুশ বিমান ভূপাতিত, বহু মৃত্যু— দাবি ইউক্রেনের
- পশ্চিমের সঙ্গে সম্পর্কের প্রয়োজন নেই: সাবেক রুশ প্রেসিডেন্ট
- রুশ সেনাদের মরদেহ উদ্ধারে রেড ক্রসের প্রতি ইউক্রেনের আহ্বান
সারাবাংলা/আইই