Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষ্ণসাগরে এরদোগানের সাহায্য চায় ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৩ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ০১:৪৩

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে কৃষ্ণসাগরের বসফরাস এবং দারদানেল প্রনালিতে রাশিয়ার যুদ্ধজাহাজ আটকে দিয়ে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুই নেতার মধ্যে টেলিফোনে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা হয়।

এ সময় কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ আটকানোর ব্যাপারে কিছু না জানালেও শিগগিরই অস্ত্রবিরতি চেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।

একইসঙ্গে, এই যুদ্ধে ইউক্রেনের যারা মারা গেছেন, তাদের বিদেহী আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এরদোগান।

এদিকে এক টুইটার বার্তায় জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট এবং নাগরিকদের ইউক্রেনের পাশে থাকায় ধন্যবাদ জানিয়েছেন।

এর আগে, কয়েক দফা ফোনকল এবং বিবৃতির মাধ্যমে ইউক্রেনে রুশ আগ্রাসন ‘মেনে নেওয়া যায় না’ বলে উল্লেখ করেছিলেন এরদোগান।

সারাবাংলা/একেএম

ইউক্রেন এরদোগান টপ নিউজ তুরস্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর