কিয়েভে ক্ষেপণাস্ত্রবর্ষণ অব্যাহত
২৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:১১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৪
ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নিতে মরিয়া আক্রমণ চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবারের পর শনিবারও ইউক্রেনের রাজধানীতে হামলা অব্যাহত রেখেছে তারা। তবে রাজধানী রক্ষায় প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে কিয়েভবাসীরা। ইউক্রেনের পেশাদার সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র হাতে তুলে নিয়েছে সাধারণ নাগরিকরাও।
বৃহস্পতিবার শুরু হওয়া যুদ্ধের তৃতীয় দিনে কিয়েভে মিসাইল বর্ষণ করছে রাশিয়া। রাজধানী জুড়ে অসংখ্য মিসাইলের আঘাতের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। বেশ কয়েকটি বহুতল ভবনে আঘাত হেনেছে এসব রুশ মিসাইল। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে তার প্রকৃত চিত্র পাওয়া যাচ্ছে না।
এদিকে ইউক্রেন জানিয়েছে, অ্যান্টি মিসাইল ব্যবস্থা বহু রুশ মিসাইল ধ্বংস করে দিচ্ছে। তবে কিয়েভে রাশিয়ার মিসাইল বর্ষণ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি বলেছেন, তার সেনারা প্রাণপন লড়াই করছে। কিয়েভের দখল এখনও ইউক্রেন কর্তৃপক্ষের হাতেই রয়েছে। এ যুদ্ধে শেষ পর্যন্ত ইউক্রেনেরই বিজয় হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন জেলেনস্কি।
সারাবাংলা/আইই