Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৪৬

ফাইল ছবি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন। জেলেনস্কি তার টুইটার একাউন্টে এ তথ্য প্রকাশ করেছেন।

ইউক্রেনে চলমান রুশ হামলা ঠেকাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে ভোট দানে বিরত থাকে ভারত। দেশটির এমন অবস্থানের প্রশংসা করেছে রাশিয়া। ভারতের প্রশংসা করে রাশিয়ার দেওয়া বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই নরেন্দ্র মোদিকে ফোন করেন জেলেনস্কি।

বিজ্ঞাপন

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রীর কাছে রাজনৈতিক সমর্থন কামনা করেছেন।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। শুক্রবার যুদ্ধের দ্বিতীয় দিনে যুদ্ধ বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক খসড়া প্রস্তাবে উত্থাপিত হয়। নিরাপত্তা পরিষদের ১৫ দেশের মধ্যে ১১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল। আর ভোট দানে বিরত ছিল ৩টি দেশ। দেশগুলো হলো- চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত। এতে ভেটো ক্ষমতা প্রয়োগ করেছিল রাশিয়া।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই

ইউক্রেন জেলেনস্কি টপ নিউজ নরেন্দ্র মোদি রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর