Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমের সঙ্গে সম্পর্কের প্রয়োজন নেই: সাবেক রুশ প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৫

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ‘পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক রাখার প্রয়োজন নেই।’ পশ্চিমা দেশের দূতাবাসগুলোতে এখন তালা ঝুলিয়ে দেওয়ায় সময় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার উপর মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। এর পরিপ্রেক্ষিতে এমন কথা বললেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

সামাজিক নেটওয়ার্ক ভিকে’তে দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে আক্রমণ অব্যাহত রাখবে মস্কো।’ তবে ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য কী—সে ব্যাপারে কিছু জানাননি মেদভেদেভ।

কাউন্সিল অব ইউরোপ থেকে রাশিয়াকে সাময়িকভাবে বহিষ্কারেরও নিন্দা করেছেন মেদভেদেভ। তবে ওই পরিষদ থেকে বের হয়ে যাওয়ার একটি ভালো দিকও রয়েছে বলে জানান সাবেক এই রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এর একটি ভালো দিক হলো, এতে রাশিয়ার আইনে আবার মৃত্যুদণ্ড ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি হলো।’

উল্লেখ্য, দিমিত্রি মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে দেশ পরিচালনা করেন তিনি। পরে ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট হলে মেদভেদেভকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। ২০২০ সালে মেদভেদেভকে প্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন পুতিন।

আরও পড়ুন

সারাবাংলা/আইই

ইউক্রেন দিমিত্রি মেদভেদেভ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর