Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে কিশোরী ধর্ষণের চেষ্টা, গ্রেফতার এক

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:২৪

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুকমল সরকার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ। এঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করলে শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রঘুনাথপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার সুকমল সরকার পাঁচবিবি উপজেলার আগাইড় গ্রামের কিশোর সরকারের ছেলে।

বিজ্ঞাপন

ওসি পলাশ চন্দ্র দেব জানান, গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরী নিজ ঘরে ছিল। কিশোরীর মা-বাবা দু’জনেই মাঠে কাজ করতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে একই গ্রামের সুকমল সরকার ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই কিশোরী চিৎকারে গ্রামবাসী ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান সুকমল সরকার।

পরে কিশোরীর বাবা থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/এমও

জয়পুরহাট ধর্ষণের চেষ্টা পাঁচবিবি উপজেলা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর