জাফরুল্লাহ’র তালিকা থেকেই সিইসি
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ২০:৫১
ঢাকা: নিজের দেওয়া তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বেছে নেওয়ায় সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সরকার একটা ভালো কাজ করল। সব বিরোধীদলকে বলব সিইসিকে মেনে নিতে। তিনি (নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল) খারাপ করবেন না।’
নির্বাচন কমিশনা গঠন করে প্রজ্ঞাপন জারির পর শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সারাবাংলাকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ সব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘কাজী হাবিবুল আউয়ালের নাম আমি প্রস্তাব করেছিলাম। নাম প্রস্তাব করার আগে তার (কাজী হাবিবুল আউয়াল) সঙ্গে আমার কোনো আলাপ হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি। তিনি একজন অনেস্ট (সৎ) লোক। তিনি খারাপ করবেন না।’
‘কাজী হাবিবুল আউয়াল যখন প্রতিরক্ষা সচিব ছিলেন তখন একটা যুগান্তকারী কাজ করেছিলেন। তিনি সচিব হওয়ার পর দেখলেন, অন্যান্যা বাহিনী, সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিল দেয় বর্তমান মূল্যে আর বাংলাদেশ সেনাবাহিনী বিদ্যুৎ বিল দেয় ১৯৭২ সালের রেটে। তখন উনি (কাজী হাবিবুল আউয়াল) বললেন- এটা হবে না। সেনাবাহিনীকেও অন্যদের মতো বর্তমান মূল্যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। তখন অনেকেই তার (কাজী হাবিবুল আউয়াল) ওপর ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু তিনি তার অবস্থান থেকে সরেননি’— বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘সরকার নতুন সিইসির ওপর খুব বেশি প্রভাব খাটাতে পারবে না। কারণ, তার মধ্যে সততা আছে। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলে আমার বিশ্বাস। নির্বাচন কমিশনে আরও যারা আছে, তাদেরকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ভালো কিছু করতে পারলে যে সংকট এখন চলছে, সেই সংকট থেকে হয়তো আমরা বের হতে পারব। আমি সব বিরোধীদলকে বলব, উনাকে মেনে নিন।’
সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কমিশনের অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা এমিলি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান।
এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ার শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেই সংলাপ বয়কট করে রাজপথের প্রধান বিরাধীদল বিএনপি। সার্চ কমিটিতে নাম দেওয়া থেকেও বিরত থাকে দলটি। তবে বিএনপিপন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সার্চ কমিটির কাছে দশজনের তালিকা জমা দেন। ওই তালিকাকে বিএনপির তালিকা হিসেবে বলে আসিছল আওয়ামী লীগের নেতারা। সেই তালিকা থেকেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বেছে নিয়েছেন রাষ্ট্রপতি।
সরাবাংলা/এজেড/পিটিএম