Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৮:০৩

সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ইউক্রেনের সঙ্গে সরাসরি বাণিজ্য আমার জানা মতে বেশি নয়। ফলে আমাদের অর্থনীতিতে ধস পড়বে না। বরং কোনো কোনো ক্ষেত্রে আমাদের যে বাজার আছে পশ্চিমে, সেখানে তো আমাদের দেশের কাপড়, মাছ, মাংস যাবেই। সেগুলো আটকানোর কথা না। তাই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে না।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ‘উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনামূলক আলোচনা সভা’ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। এসময় দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়ছে আসলে সেটা সন্তুষ্টির বিষয় না বলেও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাদের আরেক বন্ধু রাষ্ট্র রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ হলো রূপপুর পারমাণবিক প্রকল্প। তারা আমাদের ঋণ দিয়েছে আমরা ঋণ গ্রহণ করেছি। কাজও চলছে, আশা করি এই প্রকল্প রাশিয়ার সঙ্গে বাংলাদেশের কোনো সমস্যা হবে না।’

বিএনপিকে নির্বাচনে আনা আমাদের দায়িত্ব না উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি তার নিজস্ব রাজনীতি করে। তাদেরও কিছু কর্মসূচি আছে, তারা নির্বাচনে আসবে কি না সেটা তাদের ব্যাপার। সুতরাং আগ বাড়িয়ে কোনো দলকে উপদেশ দেওয়া আমি গ্রহণযোগ্য মনে করি না।’

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদসহ অন্যরা।

সারাবাংলা/এমও

অর্থনীতি পরিকল্পনামন্ত্রী রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর