Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৫০০ রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৭

ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান হামলায় ৩ হাজার ৫০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। খবর বিবিসি।

ইউক্রেনের সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে জানিয়েছে, চলমান হামলায় তিন হাজার ৫০০’র অধিক রাশিয়ান সৈন্য নিহত হয়েছে। এছাড়াও প্রায় ২০০ সেনাকে বন্দি করা হয়েছে।

তারা আরও দাবি করেন, তারা এ পর্যন্ত রাশিয়ার ১৪টি বিমান, ৮টি হেলিকপ্টার এবং ১০২টি ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেন সেনাবাহিনী। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে করা যায়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

তবে ইউক্রেনের সেনাবাহিনীর এমন দাবির কথা স্বীকার করেনি রাশিয়া।

সারাবাংলা/এনএস

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর