Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনবিআর চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা বিড়ি মালিক-শ্রমিকদের

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৫

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের বরিশাল আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হাকিমের নেতৃত্বে বরিশাল কর কমিশনারের কার্যালয়ের সামনে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা। স্মারকলিপিতে আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো, বিড়ির ওপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, সরেজমিনে পরিদর্শন ব্যতিরেখে বিড়ি কারখানার লাইসেন্স না দেওয়া, কাস্টমস কর্তৃপক্ষকে আইনি প্রক্রিয়ায় নকল বিড়ি বন্ধে পদক্ষেপ নেওয়া এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিক ও মালিকদের সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানানো হয়।

সারাবাংলা/ইএইচটি/এএম

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বিড়ি মালিক