পুতিন-ল্যাভরভের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২৬ ফেব্রুয়ারি ২০২২ ১২:১১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৬:২২
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনে হামলা করার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর আলজাজিরা।
গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুদ্ধ গড়াতে পারে আলোচনায়
তিনি বলেন, ইইউ’র মিত্র দেশগুলোর নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ওপর নিষেধাজ্ঞা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র।’
আরও পুড়ন: কিয়েভের সেনাঘাঁটিতে রুশ হামলা
নিষেধাজ্ঞা সংক্রান্ত বিস্তারিত তথ্য শুক্রবারের পরে প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন প্রেস সেক্রেটারি জেন সাকি।
এর আগে, গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সৈন্যরা। জাতিসংঘের মতে, ৫০ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গেছে।
সারাবাংলা/এনএস