Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪৩

নড়াইল: বিদ্যুতের লাইনে কাজ করার সময় জহুরুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এসময় সুজন খান (২০) নামে আরও একজন আহত হয়। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে নড়াইল বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জহুরুলের বাড়ি যশোরের বিলপাড়া এলাকায়। সে ওই এলাকার ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে। আহত সুজন নড়াইল সদর উপজেলার জুড়লিয়া গ্রামের জাকির খানের ছেলে।

শ্রমিক সোহান বলেন, ‘নড়াইল বিদ্যুৎ অফিসের সামনে আমরা কাজ করছিলাম। হঠাৎ বিদ্যুতের লাইন চালু করে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান জহুরুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পর আহত সুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নড়াইল বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মো. নাছির উদ্দিন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হতাহতরা দৈনিক হাজিরা হিসাবে কাজ করে থাকে। বিদ্যুতের তার পরিবর্তনের কাজ করার সময় অসাবধানতায় নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/এমও

নড়াইল বিদ্যুৎ অফিস বিদ্যুৎস্পৃষ্ট লাইনম্যানের মৃত্যু

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর