২ বছর পর শেকৃবি’তে নতুন শিক্ষাবর্ষ, ক্লাস শুরু ৭ মার্চ
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৭:২৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১০
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার দীর্ঘ ২ বছর পর রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ৭ মার্চ থেকে।
সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের (সম্মান) শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শুরুর সিদ্ধান্ত নিয়েছে শেকৃবি প্রশাসন।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ৭ মার্চ থেকে শ্রেণি কার্যক্রম সশরীরে শুরু করার কথা জানানো হয়। এছাড়াও ২ মার্চ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা এবং ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ক্লাসের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলমান শিক্ষাবর্ষগুলোর পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাগুলো চলমান থাকবে।
দেরিতে শুরু হলেও সেমিস্টার ছয় মাসই থাকবে জানিয়ে শেকৃবি রেজিস্ট্রার শেখ রেজাউল করিম সারাবাংলাকে বলেন, নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে তা মহামারির কারণে দেরিতে শুরু হচ্ছে। তারপরও সেমিস্টারের ব্যাপ্তি ছয় মাসই থাকবে। পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে প্রশাসন।
সারাবাংলা/টিআর