Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অন্য দেশ যে পণ্যের দাম বাড়িয়েছে শেখ হাসিনা তা কমাতে পারবেন না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪০

সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সব দ্রব্যের দাম বেড়েছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে শেখ হাসিনা ব্যবসা করেন না, অন্য দেশে যে পণ্যের দাম বাড়িয়েছে তা শেখ হাসিনা কমাতে পারবেন না। বাংলাদেশে উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। হু হু করে যে পণ্যের দাম বেড়েছে তা নিয়ন্ত্রণ করা হবে।’

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘নিত্যপণ্যের দাম নিয়ে চাঁদাবাজি, সিন্ডিকেট করা যাবে না। এই দিকে শেখ হাসিনা খুব কঠোর দ্রুত সময়ের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে সরকার। ট্যাক্স রিভেট দিবো, ভ্যাট মওকুফ করবো, বিদেশ থেকে বিনা শুল্কে চাল, ডাল, তেল, চিনিসহ সব ধরনের খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে।’

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ অন্যরা।

সারাবাংলা/এমও

ন্যায্যমূল্যে বিক্রি পণ্যের দাম পরিকল্পনামন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর