ইন্টারনেটেও যুদ্ধ, রাশিয়ার সাইবার জগতে হ্যাকারদের হানা
২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৪৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৯:৫৭
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে হ্যাকাররাও যোগ দিয়েছে। অ্যানোনিমাস নামের এক হ্যাকার নেটওয়ার্ক গ্রুপ রাশিয়ার বেশ কয়েকটি সরকারি ওয়েবসাইট এবং রাষ্ট্র-নিয়ন্ত্রিত টেলিভিশন নেটওয়ার্কের ওয়েবসাইট অচল করার দাবি করেছে।
সম্মিলিত হ্যাকার গ্রুপটি টুইটারে এক ঘোষণায় জানিয়েছে, তারা রাশিয়ান সরকারের বিরুদ্ধে ‘সাইবার যুদ্ধে’ নিয়োজিত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যাকার গ্রুপটি ক্রেমলিন, ডুমা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকটি ওয়েবসাইট অচল বা গতি কমিয়ে দিয়েছে। রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি’র ওয়েবসাইট ছাড়াও সেদেশের কয়েকটি শীর্ষ ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান কম২কম, রেলকম, সোভাম এবং পিটিটি-টেলিপোর্টও অচল করে দিয়েছে।
এদিকে ইউক্রেন সরকার দাবি করেছে, রাশিয়ার হ্যাকাররা ইউক্রেনের সাইবার জগতে হানা দিয়েছে। ইউক্রেনের সাইবার জগত নিরাপদ রাখতে স্বাধীন হ্যাকারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার। ইউক্রেন কর্তৃপক্ষের এমন আহ্বানের মধ্যেই রাশিয়ায় সাইবার হামলা চালানোর দাবি করেছে হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস।
সারাবাংলা/আইই