Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধের দ্বিতীয় দিন: কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৩৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৫২

ইউক্রেনের রাজধানী কিয়েভে শুক্রবার ভোরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস, ইউরো নিউজ, বিবিসি ও সিএনএনসহ আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কিয়েভের বিভিন্ন এলাকায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনেছেন স্থানীয় প্রতিনিধিরা।

সিএনএন’র খবরে বলা হয়েছে, কিয়েভে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রাজধানীতে সেনারা একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করেছেন। তবে এ কর্মকর্তার দেওয়া তথ্য কোনো সংবাদমাধ্যম যাচাই করতে পারেনি।

বিজ্ঞাপন

এদিকে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো দাবি করেছেন, বিস্ফোরণগুলো ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল দ্বারা সৃষ্ট শব্দ।

গেরাশচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল দিয়ে কিয়েভে হামলা আবার শুরু হয়েছে। আমি দু’টি বিস্ফোরণের শব্দ শুনেছি।

এদিকে ইউরো নিউজের খবরে বলা হয়েছে, পূর্ব কিয়েভের কোশিতসা রাস্তায় একটি নয়তলা অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগেছে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে পশ্চিমা গোয়েন্দা সূত্র দাবি করেছিল, ইউক্রেনের রাজধানীতে আগামী কয়েক ঘণ্টার মধ্যে রাশিয়া অভিযান চালাতে পারে।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর