Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন লৌহ যবনিকার শব্দ শোনা যাচ্ছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৪:১২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪৩

ইউক্রেনে হামলার কারণে সভ্য জগত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় রাশিয়াকে এমন হুঁশিয়ারি দিয়েছেন।

ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আজ আমরা কেবল রকেট বিস্ফোরণ এবং যুদ্ধবিমানের গর্জন শোনছি না, আমরা আরও শোনছি নতুন একটি লৌহ যবনিকার শব্দ। এটি রাশিয়াকে সভ্য বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার শব্দ।

জেলেনস্কি দাবি করেন, বৃহস্পতিবার ইউক্রেনে রুশ সেনাদের হামলার পর বীর বিক্রমে রুখে দাঁড়িয়েছে ইউক্রেনের সেনারা। এদিন রুশ সেনাদের সফলভাবে প্রতিরোধ করেছে বলে উল্লেখ করেন তিনি।

প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনকে সাহায্য করার জন্য ইউরোপ মহাদেশের দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইউরোপিয়ানরা প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হলে যুদ্ধটি আরও ছড়িয়ে পড়বে।

আরও পড়ুন 

এছাড়া ভিডিওবার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট রাশিয়ার নাগরিকদের যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানান। তার বক্তব্যে জেলেনস্কি বলেন, শান্তিপূর্ণ সমাধান এখনও সম্ভব। ইউক্রেন যুদ্ধের পথ বেছে নেয়নি, বরং শান্তির পথে ফেরার প্রস্তাব দিচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেন স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। দিনভর জলে, স্থলে, অন্তরীক্ষে তিন দিক থেকে ইউক্রেনের ৮০টির বেশি সামরিক ও বেসামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে রুশ সেনারা। হামলার প্রথম দিনটিকে সফল বলে মনে করছে মস্কো।

বিজ্ঞাপন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেন হামলার প্রথম দিনের লক্ষ্য অর্জিত হয়েছে। এদিন ইউক্রেনের ৮৩টি স্থাপনা ধ্বংস করেছে রুশ বাহিনী।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর