Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন হামলার প্রথম দিন সফল—দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০১:৫৭ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ ০২:১২

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা) হামলা শুরু করে রাশিয়া। দিনভর জলে, স্থলে, অন্তরীক্ষে তিন দিক থেকে ইউক্রেনের ৮০টির বেশি সামরিক ও বেসামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে রুশ সেনারা। হামলার প্রথম দিনটিকে সফল বলে মনে করছে মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেন হামলার প্রথম দিনের লক্ষ্য অর্জিত হয়েছে। এদিন ইউক্রেনের ৮৩টি স্থাপনা ধ্বংস করেছে রুশ বাহিনী।

বিজ্ঞাপন

ইউক্রেনের পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম দিন রুশ সেনারা ২০৩টি পৃথক অভিযান চালিয়েছে। জানা গেছে, যুদ্ধের প্রথম দিনে ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে রাশিয়া। এছাড়া যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টার দিয়েও বোমাবর্ষণ করা হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, রুশ হামলার প্রথম দিনে দক্ষিণ খেরসনের বিস্তীর্ণ এলাকা কিয়েভের হাতছাড়া হয়েছে। এছাড়া কিয়েভের উপকণ্ঠের গোস্টোমেল বিমানঘাঁটিও দখল করে নিয়েছে রুশ সেনারা। ঘাটিটি ফের নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনেস্কি। ঘাঁটির নিয়ন্ত্রণ ফিরে পেতে ইউক্রেনের সেনারা রুশ সেনাদের উপর পাল্টা আক্রমণ চালিয়েছে। যুদ্ধ চলছে।

আরও পড়ুন 

এদিন ভারী ইউক্রেন ও রুশ সেনাদের ভারী সংঘর্ষের পর পতন হয়েছে চেরনোবিলেরও। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, চেরনোবিল রক্ষায় মরিয়া চেষ্টা চালায় ইউক্রেনের সেনারা। তবে শেষ পর্যন্ত রুশ সেনাদের তোপে টিকতে পারেনি তারা। ফলে চেরনোবিলের নিয়ন্ত্রণ হাতছাড়া হয় ইউক্রেনের। কিয়েভ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত্রিকালীন কারফিউ জারি করেছে কিয়েভ শহর কর্তৃপক্ষ। রাত দশটা থেকে সকাল ৭টা পর্যন্ত এ কারফিউ চলবে।

আরও পড়ুন-

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর