Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে সাতশর বেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০০:৪৪

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে কমপক্ষে ৭৩৫ জনকে আটক করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। রাশিয়ার একটি মানবাধিকার তথ্য প্রদানকারী মনিটর গ্রুপ এ তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমকে নিশ্চিত করেছে। ইউক্রেনে হামলা চালানোর প্রতিবাদে রাশিয়ার অন্তত ৪০টি শহরে বিক্ষোভ প্রদর্শন করছেন যুদ্ধবিরোধীরা।

রাশিয়ার হিউম্যান রাইটস মিডিয়া ওভিডি-ইনফো জানিয়েছে, রাজধানী মস্কোতে কমপক্ষে ৩৩০ জন যুদ্ধবিরোধী বিক্ষোভকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন

ফ্রান্সের বার্তাসংস্থা এএফপির স্থানীয় ফটোগ্রাফারের তোলা একটি ছবিতে দেখা যায়, ‘ইউক্রেনের সঙ্গে যুদ্ধ নয়, পুতিন পদত্যাগ করো’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো এক ব্যক্তিকে দুই পুলিশ সদস্য দুই দিকে ধরে রেখেছেন।

দ্য গার্ডিয়ানের স্থানীয় এক প্রতিবেদক টুইটারে বলেছেন, মস্কোর পুশকিনস্কায়া স্কোয়ারে বহু যুদ্ধবিরোধী মানুষ জড়ো হয়েছেন। তাদের সরিয়ে দিতে অসংখ্য পুলিশ ওই এলাকায় উপস্থিত হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেন স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় সকাল ৯টায়) ইউক্রেনে হামলা শুরু করেছে রাশিয়া। সর্বশেষ খবর বলছে, রাশিয়ার হামলার পাল্টা জবাবে ৫০ জন রুশ সেনা নিহত হয়েছেন, রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে এবং চারটি ট্যাংক ধ্বংস হয়েছে— এমন দাবি ইউক্রেনের। তবে রাশিয়া এ ধরনের তথ্য অস্বীকার করেছে।

আরও পড়ুন-

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর