Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০০:০৩

ঢাকা: রাজধানীর জুরাইনে বিদ্যুৎস্পৃষ্টে বাকি বিল্লাহ (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী মারা গেছে।বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব জুরাইন শাহ জালালবাগ রোডের বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত বাকি বিল্লাহর দাদা আব্দুস সাত্তার জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দার নগর গ্রামে। বাবার নাম আহসান উল্লাহ। দুইভাই এক বোনের মধ্যে সবার বড় বাকি বিল্লাহ। এবং পূর্ব জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো।

বিজ্ঞাপন

দাদা আব্দুস সাত্তার আরও বলেন, জুরাইনে তাদের নিজেদের বাড়ি। বিকেলে বাড়ির পাশে দাদা নাতি মিলে রাস্তার মাটিতে একটি লোহার খুঁটি পুতার কাজ করছিল। লম্বা খুঁটি বাকি বিল্লাহর হাতেই ছিল। হঠাৎ খুঁটি উপরের বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/একে

জুরাইন বিদ্যুৎস্পৃষ্ট স্কুলশিক্ষার্থী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর