ফতুল্লাহর আগুনে দগ্ধ আরও এক জনের মৃত্যু
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪৭
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় ট্রাকের গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও এক জন মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ সাত জনের মধ্যে তিন জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন হাসিনা মমতাজ (৪৭)। এ তথ্য নিশ্চিত করে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, মমতাজের শরীরের ৬৬ শতাংশ দগ্ধ হয়েছিল।
মৃত হাসিনা মমতাজের স্বামীর নাম মতিউর রহমান। দুই ছেলে ও স্বামীকে নিয় ফতুল্লার পাগলা আলীগঞ্জে নিজেদের বাড়িতে থাকতেন।
এর আগে, গত রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে বার্ন ইনস্টিটিউটেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আলম (৪৫)। পরদিন সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে মারা যান জজ মিয়া (৫০)।
ডা. এস এম আইউব বলেন, ফতুল্লার ওই দুর্ঘটনায় দগ্ধ পাঁচ জনকে ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে তিন জনই মারা গেলেন। বাকি যে দু’জন ভর্তি রয়েছেন, তাদের মধ্যে আসমা বেগমের (৪৫) শরীরে ৪১ শতাংশ ও হাফসা আক্তারের (৬) শরীরের ১৬ শতাংশ দগ্ধ। তাদের কারও অবস্থাই শঙ্কামুক্ত নয়।
গত রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফতুল্লার পাগলা আলীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে সাত জন দগ্ধ হন। তাদের মধ্যে পাঁচ জনকে ভর্তি করা হয় বার্ন ইনস্টিটিউটে।
ওই আগুনে দগ্ধ জজ মিয়ার ভাই নাজমুল হাসান জানান, তাদের বাসা নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা আলীগঞ্জে। সবার বাসাই পাশাপাশি। একই বাড়ির ট্রাকমালিক আব্দুল বাতেন দুপুরে ট্রাকের একটি গ্যাস সিলিন্ডার তাদের বাসার কাছে রাখে। গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিলে সেখান গ্যাস বের হতে থাকে। এ সময় দগ্ধ আলম সিগারেট খেয়ে সিলিন্ডারের পাশে ফেলে দিলে গ্যাসের সিলিন্ডারে গ্যাসের আগুন লেগে যায়।
সারাবাংলা/এসএসআর/টিআর
আগুনে দগ্ধ হয়ে মৃত্যু ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ সিলিন্ডার বিস্ফোরণ