Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ তদন্তে চবি প্রশাসনের কমিটি

চবি করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৮:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. শহিদুল ইসলাম।

চবি মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. আবুল মনছুরক আহমেদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যরা হলেন— পরিচালক ড. জারিন আক্তার, মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. তড়িৎ কুমার বল, চবি কলেজ পরিদর্শক শ্যামল রঞ্জন চক্রবর্তী ও সহকারী প্রক্টর এস এ এম জিয়াউল ইসলাম।

আরও পড়ুন- র‌্যাগ দেওয়াকে ঘিরে চবি ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ৭

সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মাস্টারদা সূর্যসেন হলে এক ছাত্রকে র‌্যাগ দেওয়া কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে সাত জন ছাত্রলীগকর্মী আহত হয়েছেন।

সারাবাংলা/সিসি/টিআর

২ পক্ষের সংঘর্ষ চবি ছাত্রলীগ তদন্ত কমিটি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর