Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ রুশ সেনা নিহত, ৪টি ট্যাঙ্কও ধ্বংস: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪৮

রাশিয়ার হামলার পর পূর্ব ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, ছবি: রয়টার্স

ইউক্রেনে চলমান হামলায় ৫০ জন রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে ৪টি রাশিয়ান ট্যাঙ্কও ধ্বংস করার দাবি করেন তারা। খবর রয়টার্স।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, দেশটির লুহানস্ক অঞ্চলের একটি শহরের কাছে ৫০ রুশ সেনাকে হত্যা করেছে এবং দেশটির পূর্বেও একটি ষষ্ঠ রাশিয়ান বিমান ভূপাতিত করেছে। এছাড়াও পূর্বাঞ্চলীয় শহর খারকিভের কাছের একটি রাস্তায় ৪টি রাশিয়ান ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে নিজেদের বিমান বা সাঁজোয়া যান ধ্বংস করার খবর অস্বীকার করেছে রাশিয়া।

এদিকে ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিস জানিয়েছে, দেশটির দক্ষিণ খেরসন অঞ্চলে তাদের তিনজন সেনা নিহত হয়েছে। এছাড়াও আরও কয়েকজন সেনা আহত হয়েছেন।

সারাবাংলা/এনএস

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর