Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৪৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৫০

ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম এবং বিমানঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি করছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু করা বিশেষ অভিযানের অংশ হিসেবে ইউক্রেনে জল, স্থল এবং আকাশপথ ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে রাশিয়া।

এ ব্যাপারে রুশ প্রতিরক্ষামন্ত্রী সংবাদমাধ্যম রাশিয়া টুডেকে জানিয়েছেন, প্রথমে হামলা চলে ইউক্রেনের বিমানবন্দর এবং রানওয়েগুলো টার্গেট করে। ক্রমেই সে হামলা এয়ার ডিফেন্স সিস্টেমকে অকার্যকর করে ফেলে এবং বিমানঘাঁটিগুলো ধ্বংস করে।

তবে, রাশিয়ার একটি যুদ্ধবিমান ভূ পাতিত করার দাবি করেছে কিয়েভ।

এদিকে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, রুশ সেনারা বিনা বাধায় ইউক্রেন সীমান্তে ঢুকে পড়েছে। তারপর ডনব্যাস অভিমুখে যাত্রা করার রাষ্ট্রীয় নির্দেশনার প্রেক্ষিতে তারা সামনে এগিয়েছে।

অন্যদিকে, সর্বশেষ এক বিবৃতিতে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।

এর আগে, সোমবার ইউক্রেনের স্বাধীনতাকামী দুই অঞ্চলকে স্বীকৃতি দিয়ে সেখানে সেনা আগ্রাসন এবং নাৎসিবাদী তৎপরতা ঠেকাতে সেনা পাঠান পুতিন। তার ৪৮ ঘণ্টা না পেরুতেই বহুল আলোচিত ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলো।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ রাশিয়া-ইউক্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর