Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালির ভবন মালিককে রিটে পক্ষভুক্তের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৮

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির অফিস ভবনের মালিককে রিট মামলায় বিবাদী হিসাবে পক্ষভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভবন মালিক শেখ সালাউদ্দিন আহমেদকে ইভ্যালি পরিচালনা বোর্ড এবং অডিট কমিটিকে সহযোগিতা করতে বলেছেন আদালত।

এছাড়া রিটকারী ফরহাদ হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে অপপ্রচার ও আপত্তিকর পোস্টের সব তথ্য নথিভুক্ত করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিজ্ঞাপন

আদালতে ভবন মালিকের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন।

আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন বলেন, ‘ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির ভাড়া বাসার মালিক এই মামলার বাদী ফরহাদ হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছেন এবং ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছেন। আমরা আপত্তিকর পোস্টের লিংক যুক্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে আবেদন করি।’

আদালত আজ শুনানি নিয়ে ভবন মালিক শেখ সালাউদ্দিন আহমেদকে এই মামলায় বিবাদী হিসাবে পক্ষভুক্ত করতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বাদীর বিরুদ্ধে অপপ্রচার সংক্রান্ত সকল তথ্য (ফেসবুক লিংক) নথিভুক্ত করতে আদেশ দিয়েছেন।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালনা (এমডি) মো. রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে থাকা শেয়ারের ৫০ শতাংশ শেয়ার রাসেলের শ্বশুর-শাশুড়ি ও তার ভায়রার কাছে হস্তান্তরের অনুমতি দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ইভ্যালির ভবন মালিককে তলব করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ইভ্যালির ভবন মালিককে তলব করেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

ইভ্যালির এমডি ও চেয়ারম্যান বর্তমানে কারাগারে থাকায় পুরো প্রক্রিয়া জেল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্নের নির্দেশ দেন আদালত। সেই তলব আদেশ অনুযায়ী আজ (২৪ ফেব্রুয়ারি) ইভ্যালির ভবন মালিক শেখ সালাউদ্দিন আহমেদ হাইকোর্টে হাজির হন। শুনানি শেষে আদালত তাকে এই মামলায় বিবাদী হিসেবে পক্ষভুক্ত করতে নির্দেশ দেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

ইভ্যালি টপ নিউজ রিট হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর