Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে সামরিক শাসন জারি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১১:৩৪ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৯

ইউক্রেনে সামরিক শাসন জারি করতে জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কাউন্সিলের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ওই বৈঠক শুরুর কিছুক্ষণ পরই রাশিয়া ইউক্রেনের সীমান্ত সংলগ্ন এলাকার অবকাঠামো এবং সীমান্তরক্ষীদের লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

এর আগে, এক টুইটার বার্তায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছিলেন, রাশিয়া তাদের দেশে পুরোদমে আক্রমণ শুরু করেছে এখন তারা আত্মরক্ষার চেষ্টা চালাচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত হবে, এই মুহুর্তে রাশিয়াকে থামানো।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার এই হামলা আন্তর্জাতিক আইনের বরখেলাপ বলে অভিযোগ করেছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। পাশাপাশি, এই সংকট মোকাবিলায় ন্যাটোর সদস্যদের জরুরি বৈঠকও আহ্বান করেন তিনি।

অন্যদিকে, বিনা উসকানিতে ইউক্রেনের বেসামরিক মানুষের ওপর রুশ সেনাবাহিনীর হামলাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। একইসঙ্গে, মিত্রদের সঙ্গে নিয়ে এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে প্রতিক্রিয়ায় জানিয়েছেন বরিস জনসন।

সারাবাংলা/একেএম

ইউক্রেন-রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর