Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় অপহৃত মাদরাসা ছাত্রী না.গঞ্জ থেকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২২ ১১:২৩

সেলিম হোসেন, ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: জেলার দর্শনা উপজেলায় অপহরণের এক সপ্তাহ পর নারায়ণগঞ্জ থেকে এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণের অভিযোগে সেলিম হোসেন (২৫) নামের একজনকে আটক করা হয়েছে।

অভিযুক্ত সেলিমকে গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২০ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

সেলিম নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার শান্তিনগর এলাকার জালাল শিকদারের ছেলে। আর ভুক্তভোগীর বাড়ি জেলার জীবননগর উপজেলার রায়পুর গ্রামে। সে দর্শনা ডি এস ফাজিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা-মা দুজনেই সৌদি প্রবাসী। সে সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামে তার মামার বাড়ি থেকে লেখাপড়া করত।

দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবীর জানান, ওই শিক্ষার্থীকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ২টার দিকে মাদরাসায় যাওয়ার পথে অপহরণের শিকার হয়। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে দর্শনা থানায় অভিযোগ করা হয়। অভিযোগ পেয়ে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে পুলিশ সন্ধান পায় তাকে নিয়ে রাখা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ বন্দর এলাকায়। পরে দর্শনা থানা পুলিশ ২০ ফেব্রুয়ারি রাতে অভিযান চালায় নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। সেখান থেকে অপহৃত ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আটক করা হয় অপহরণ মামলার প্রধান সেলিম হোসেনকে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর মামা বাদী হয়ে দর্শনা থানায় একটি অপহরণ মামলা করেছেন। আদালতে ২২ ধারায় তার জবানবন্দি রেকর্ড হয়েছে। একইসঙ্গে অপহৃত শিক্ষার্থীকে ধর্ষণের শিকার হয়েছে কি না, তা নিশ্চিত করতে তার মেডিকেল পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন লুৎফুল কবীর।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

অপহরণ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর