রাশিয়ার যারা ইইউ’র নিষেধাজ্ঞায়
২৪ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৫১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৩:৩৫
ইউক্রেনের সঙ্গে চলমান সংকটের কারণে রাশিয়ার মন্ত্রী, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, সাংবাদিকসহ নানান পেশার মানুষের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে ইইউ।
ওই তালিকায় রয়েছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শৈগু, অর্থমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকোভ।
এর বাইরেও রয়েছেন রাশিয়ার নৌ বাহিনী এবং সেনা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
পাশাপাশি, মস্কোভিত্তিক ইংরেজিভাষার টেলিভিশন নিউজ নেটওয়ার্ক রাশিয়া টুডের (আরটি) প্রধান সম্পাদক মার্গারিটা সিমোনিয়ানের ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।
প্রসঙ্গত, সোমবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলের দু’টি প্রদেশ ডোনেস্কো ও লুহানেস্কোকে স্বাধীন ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এর কয়েক ঘণ্টা পর রুশ বাহিনীকে প্রদেশ দু’টিতে শান্তিরক্ষী বাহিনী হিসেবে মোতায়েন করেন তিনি। প্রেসিডেন্ট পুতিনের এমন পদক্ষেপকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সূচনা মনে করছে কিয়েভ। ফলে দেশের অভ্যন্তরে পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে কিয়েভ সরকার।
সারাবাংলা/একেএম