‘অভিযানে’র হুকুম, ইউক্রেন সেনাদের আত্মসর্মপণের আহ্বান পুতিনের
২৪ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৩০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:২৪
ইউক্রেনের ডনব্যাস অঞ্চলে নতুন করে সামরিক অভিযান পরিচালনার হুকুম দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে, ইউক্রেনের সৈন্যদের অস্ত্র সমর্পণ করে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক টেলিভিশন ভাষণে তিনি এই নির্দেশ দেন।
পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওই অঞ্চলে কোনো রক্তপাত হলে তার দায় ইউক্রেনকেই নিতে হবে।
এদিকে প্রেসিডেন্ট পুতিন যখন ওই ভাষণ দিচ্ছিলেন তখনই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন চলছিল। এক টুইটার বার্তায় জাতিসংঘের মহাসচিব ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করতে পুতিনের প্রতি আহ্বান জানান।
পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে লড়াই অবশ্যম্ভাবী। এখন তা শুধু কিছু সময়ের ব্যাপার মাত্র।
অপরদিকে, পুতিনের ভাষণ চলাকালীনই ইউক্রেনের দোনেস্ক এবং কিয়েভ অঞ্চল থেকে বড় বিস্ফোরণের খবর জানিয়েছেন বিবিসির সংবাদদাতা।
এর আগে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশকে স্বাধীন ঘোষণা করে রাশিয়া। তাদের সমর্থনে আন্তর্জাতিক জনমত তৈরিরও চেষ্টা চালায় তারা। একইসঙ্গে, ওই দুই অঞ্চলের আবেদনের প্রেক্ষিতে সেখানে ‘শান্তি রক্ষার্থে’ সেনা পাঠায় রাশিয়া। রাশিয়ার ওই পদক্ষেপ আন্তর্জাতিক পরিসরে সমালোচিত হয়। তখন থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ-যুদ্ধ ভাব লক্ষ্য করা যাচ্ছিল।
সর্বশেষ টেলিভিশন ভাষণের মাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের অবস্থান অনেকটাই স্পষ্ট করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সারাবাংলা/একেএম