Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে ৩০ দিনের জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২২ ০২:২৮ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০৯:৫৩

দেশজুড়ে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছে ইউক্রেন সরকার। বুধবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিল ইউক্রেনের পার্লামেন্টে পাশ হয়েছে। এদিন ইউক্রেনের স্থানীয় সময় মধ্যরাত থেকে জরুরি অবস্থা কার্যকর হতে যাচ্ছে।

নতুন বিল অনুযায়ী, জরুরি অবস্থা চলাকালে নিরাপত্তাবাহিনী যে কোনো ব্যক্তির ব্যক্তিগত কাগজপত্র পরীক্ষা করতে পারবে। এছাড়া প্রয়োজন হলে সরকার কারফিউ জারি করতে পারবে।

নতুন বিল অনুযায়ী, সংকটকালে ইউক্রেন সরকার ডিজিটাল ও রেডিও যোগাযোগ পরিষেবা নিয়ন্ত্রণ করতে পারবে। এ সময় সামরিক বাহিনীর রিজার্ভ সেনারা— যারা শান্তির সময় বাহিনীর সঙ্গে থাকেন না—তারা দেশ ছেড়ে বাইরে যেতে পারবেন না। জরুরি অবস্থা ইউক্রেনের সব প্রদেশে সমানভাবে জারি হবে। তবে ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া দু’টি পূর্বাঞ্চলীয় প্রদেশে এ নির্দেশ কার্যকর হবে না।

গত সোমবার রাতে ইউক্রেনের পূর্বাঞ্চলের দু’টি প্রদেশ ডোনেস্কো ও লুহানেস্কোকে  স্বাধীন ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এর কয়েক ঘণ্টা পর রুশ বাহিনীকে প্রদেশ দু’টিতে শান্তিরক্ষী বাহিনী হিসেবে মোতায়েন করেন তিনি। প্রেসিডেন্ট পুতিনের এমন পদক্ষেপকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সূচনা মনে করছে কিয়েভ। ফলে দেশের অভ্যন্তরে পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা জারি করেছে কিয়েভ সরকার।

সারাবাংলা/আইই

ইউক্রেন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর