Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে সোনার মান নির্ণয় কেন্দ্রের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৫ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০০:১৪

ময়মনসিংহ: সঠিক মান, যুগের সঠিক মূল্যায়ন/ ক্রেতা-বিক্রেতা উভয়ই লাভবান হোন— এই অঙ্গীকার নিয়ে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনার পাড়ে সোনা-রুপার গহনার আন্তর্জাতিক মান (হলমার্ক) নির্ণয় কেন্দ্র যাত্রা শুরু করেছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গাঙ্গিনার পাড় আজাদ শপিং সেন্টারের দ্বিতীয় তলায় কেক কেটে রূপসী বাংলা গোল্ড টেস্টিং সেন্টার অ্যান্ড হলমার্ক সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম বজলুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল্লাহ, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর এম এ মান্নান ও মো. ফারুক হাসান, জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক কর্মচারী সমিতির সভাপতি মালিক মোহাম্মদ শহীদুল্লাহ্ ও সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন রায়, সাংবাদিক কাজী মোহাম্মদ মোস্তফা মুন্নাসহ অন্যরা।

প্রতিষ্ঠানটির কর্ণধার গোবিন্দ বণিকসহ অন্যরা জানান, সোনার গুণগতমান নিশ্চিত হতে বিশ্বজুড়ে হলমার্ক স্বীকৃত। এমআরআই মেশিনের মতো গোল্ড স্ক্যান করে, এসিড টেস্ট করে, ম্যানুয়াল চেক করে আমরা সোনার অলংকারের ওপর স্টাম্পিং করে দেবো। এর জন্য নামমাত্র ফি দিতে হবে আগ্রহী ব্যক্তি বা জুয়েলার্সকে।

অতিথিরা জানান, সোনা পরীক্ষার ল্যাব স্থাপন এখন সময়ের দাবি। ময়মনসিংহে হলমার্ক মেশিন স্থাপনের ফলে এখন সাধারণ মানুষ সোনার অলংকার কেনার পর যাচাই করতে পারবেন। এতে জনসাধারণ আর প্রতারিত হবেন না। কত ক্যারেটের সোনা পেয়েছেন, এর সাহায্যে তা নিশ্চিত হতে পারবেন। গোল্ড টেস্টিং রিপোর্ট ক্রেতাদের জন্য সহায়ক হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

রূপসী বাংলা গোল্ড টেস্টিং সেন্টার অ্যান্ড হলমার্ক সেন্টার হলমার্ক

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর