হাকিমপুরে নিজ ঘরে কিশোরের ঝুলন্ত মরদেহ
২৩ ফেব্রুয়ারি ২০২২ ২১:২৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ০০:০৪
দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুরে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, কিশোর সোহাগ হোসেনের (১৬) মা-বাবার দাম্পত্য কলহের কারণে সংসার ছেড়ে ঢাকায় চলে যান তার মা। সোহাগ বারবার তাকে ফিরে আসার অনুরোধ জানালেও তিনি ফিরে আসেননি। সে কারণেই সোহাগ আত্মহত্যা করেছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটেছে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে। মৃত সোহাগ ওই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। হাবিবপুর ফাজিল ডিগ্রি মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার শামীম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, আত্মহত্যা করা ছেলেটির মা কিছুদিন আগে বাড়ি ছেড়ে ঢাকা চলে যায়। মাকে বাড়িতে আনার জন্য সে অনেকবার চেষ্টা করেছে। মা বাড়িতে আসতে না চাওয়ায় সে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিআর