Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক সংশ্লিষ্ট পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি চায় বিকেএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:১৫

ঢাকা: তৈরি পোশাক খাতে রফতানির সঙ্গে সম্পৃক্ত সকল পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি চেয়েছে নিটওয়্যার ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মিলনায়তনে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় সংগঠটির পক্ষে এ প্রস্তাব দেওয়া হয়।

এনবিআর চেয়ারম্যান আবু হোনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে এতে উপস্থিতি ছিলেন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় তার সঙ্গে আরও ছিলেন সহ-সভাপতি ফজলে শামীম এহসান। এছাড়া বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকনসহ খাত সংশ্লিষ্ট নেতা ও এনবিআরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেএমইএ’র প্রস্তাবনাগুলো হলো- শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের রফতানি ও উৎপাদন প্রক্রিয়ায় সঙ্গে সংশ্লিষ্ট সকল পণ্য ও সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি। উৎসে আয়করকে চূড়ান্ত উৎস করদায় হিসাবে আগামী পাঁচ অর্থবছরের জন্য যৌক্তিক হারে নির্ধারণ করা। রফতানি তৈরি পোশাক শিল্পের জন্য করপোরেট ট্যাক্স হার ১২ শতাংশ এবং গ্রিন কারখানার জন্য ১০ শতাংশ আগামী পাঁচ বছর বলবৎ রাখা। রফতানির বিপরীতে প্রদত্ত নগদ সহায়তার উপরে আয়কর কর্তনের হার ১০ শতাংশ থেকে হ্রাস করে শূন্য শতাংশ নির্ধারণ। তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে অ্যাসেসমেন্টের সময় কর আরোপকালে অগ্রহণযোগ্য খরচ ও অন্যান্য আয়ের ক্ষেত্রে করপোরেট ট্যাক্স হার ১২ শতাংশ ও গ্রিন কারখানার জন্য ১০ শতাংশ হারে কর আরোপ করা। এর বাইরে আরও বেশ কয়েকটি প্রস্তাব করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

বিজ্ঞাপন

এছাড়া সবধরনের ম্যান মেইড ফাইবার শুল্কমুক্ত আমদানির সুযোগ প্রদানে বিটিএমএ’র প্রস্তাবে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি সম্মতি দেন। এনবিআর চেয়ারম্যান উভয় সংগঠনের প্রস্তাবগুলো বিবেচনা করা হবে বলে জানান।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

বিকেএমইএ ভ্যাট প্রত্যাহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর