Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম্মান দূতাবাসে ই-পাসপোর্ট চালু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৪

ঢাকা: জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট চালু করেছে সরকার। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে ই-পাসপোর্ট এর উদ্বোধন করেন সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২২ জানুয়ারী ২০২০ সালে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন। এরইমধ্যে জর্ডানসহ এগারটি বৈদেশিক মিশন হতে ই-পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে। ক্রমান্বয়ে ৮০টি মিশন হতে ই-পাসপোর্ট প্রদান করা হবে। এ পর্যন্ত একজন বাংলাদেশিকেও পাসপোর্ট এর অভাবে দেশে ফিরে যেতে হয়নি এবং ফিরতেও হবে না।’

বিজ্ঞাপন

বাংলাদেশি প্রবাসীরা যেন বিশ্বে নিরাপদে ও নির্বিঘ্নে বসবাস করতে পারে সে জন্য বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। কারণ প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির প্রাণ। অনুষ্ঠানে ই-পাসপোর্ট গ্রহণ করে দুইজন প্রবাসী বাংলাদেশি তাদের সন্তোষ প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আম্মান দূতাবাসের কার্যক্রম ঘুরে দেখেন এবং দূতাবাসে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন।

বাংলাদেশ ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী ও সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

সারাবাংলা/জেআর/একে

পাসপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর