Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পায়নি ৪০% শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২২ ২০:১৪

ঢাকা: মাধ্যমিকের ১২-১৭ বছর বয়সী এক কোটি ২৬ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এখনও নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পায়নি। একইসঙ্গে, এ পর্যন্ত ৪৭ লাখের কিছু বেশি শিক্ষার্থী দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশি বলছে তাদের হিসেবে, প্রথম ডোজ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এখনো শতকরা ৪০ জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের আওতার বাইরে রয়ে গেছে। তারা বলছে, চলতি মাসেই শতভাগ শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মহাপরিচালক নেহাল আহমেদ বলছেন, কোন শিক্ষার্থীই ভ্যাকসিনের আওতার বাইরে থাকবে না।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির জানিয়েছেন, এখনও পর্যন্ত দ্বিতীয় ডোজ পেয়েছে ৪৭ লাখ শিক্ষার্থী। মাদরাসা, কারিগরি ও কওমি শিক্ষার্থীদেরও ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়া নিয়ে নানান ঝামেলা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অর্থ লেনদেন, সংঘর্ষের খবরও এসেছে। এ বিষয়ে মাউশি বলছে, এসব অনিয়মের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থী প্রমাণটুকু নিয়ে গেলেই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। শিক্ষার্থী নিজে আইডি কার্ড দেখিয়ে কিংবা সংশ্লিষ্ট স্কুল থেকে শিক্ষার্থীদের সঙ্গে গেলেও ভ্যাকসিন নেওয়া যাবে।

সারাবাংলা/টিএস/একেএম

করোনা ভ্যাকসিন মাউশি শিক্ষার্থীদের ভ্যাকসিন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর