মৃত্যু-সংক্রমণ কমেছে, শনাক্তের হার ৬ শতাংশের নিচে
২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:০২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ১৭:৩১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। একইসঙ্গে কমেছে নতুন সংক্রমণের সংখ্যা। একই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার কমে ৬ শতাংশের নিচে নেমে এসেছে।
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫। এসময় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৮ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নমুনা সংগ্রহ ও পরীক্ষা
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৫টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৮টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৬০টি।
এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের নমুনাসহ এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ২৭৪টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ৭৮৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৭ হাজার ১৪৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪৩ লাখ ৭৬ হাজার ৬৪২টি।
সংক্রমণ ও শনাক্তের হার কমেছে
আগের দিন দেশে ১ হাজার ৫৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ১ হাজার ২৯৮ জন। এ নিয়ে দেশে ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।
নতুন সংক্রমণের পাশাপাশি নমুনা পরীক্ষার বিপরীতেও সংক্রমণ শনাক্তের হারও কমেছে। আগের দিন এই হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে হয়েছে ৫ দশমিক ৫৮ শতাংশ।
সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কিছুটা কমেছে। আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৮ হাজার ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৭২ জন। সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯১ দশমিক ৮২ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে
আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন ১৬ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৫ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৮ হাজার ৯৯৫ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত এই ৫ জনের মধ্যে চার জন পুরুষ, বাকি এক জন নারী। তাদের চার জন সরকারি ও এক জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
মৃত্যু শুধু ঢাকা বিভাগে
গত ২৪ ঘণ্টায় যে পাঁচ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের সবাই ঢাকা বিভাগের। দেশের বাকি সাত বিভাগের কোনোটিতেই গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু নেই।
বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে মৃতদের বয় ৪১ থেকে ৭০ বছরের মধ্যে। এর মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী ও ৬১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন দুই জন করে। বাকি এক জনের বয়স ৫১ থেকে ৬০ বছর।
সারাবাংলা/টিআর